উত্তরপ্রদেশের বারানসী শহরের নিকটবর্তী সারনাথ গ্রামে বুদ্ধ তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন।
৫ই মে ২০২১ তিনি শপথ গ্রহণ করেছেন।
মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে জিজিয়া করের প্রবর্তন, হিন্দু শিল্পকলা এবং সংগীত নিষিদ্ধকরণ, হিন্দু মন্দির ধ্বংস ইত্যাদি কট্টর ইসলামী নীতির প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। এরই বহিঃপ্রকাশ ছিল সৎনামী বিদ্রোহ।