প্রশ্ন : নিচের কোন গ্যাসটি বায়ুমন্ডলের ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী?
উত্তর : ক্লোরোফ্লুরো কার্বন
প্রশ্ন :বৌদ্ধধর্মে কয়টি পিটক আছে ?
উত্তর :তিনটি
প্রশ্ন :গ্ৰীসের রাজধানীর নাম কি ?
উত্তর :এথেন্স
প্রশ্ন :কে আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর :অরবিন্দ ঘোষ
প্রশ্ন :সবচেয়ে নতুন গঠিত রাজ্য কোনটি?
উত্তর :তেলেঙ্গানা
প্রশ্ন :নিচের কোনটি সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস ?
উত্তর :হিলিয়াম
প্রশ্ন : নিম্নের কোনটি ইন্ডাইরেক্ট ট্যাক্স ?
উত্তর :উপরের সবগুলি
প্রশ্ন :প্রথম পরমাণু আক্রান্ত দেশটি কোনটি ?
উত্তর :জাপান
প্রশ্ন : মিলিন্দ-এর উপাধি কি ছিল?
উত্তর : ধার্মিকম
প্রশ্ন :পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয় ?
উত্তর :টেস্টিস
প্রশ্ন :পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক কে
উত্তর : বিধানচন্দ্র রায়
প্রশ্ন :কোন গাছে পুং এবং স্ত্রী পুষ্প একই সঙ্গে জন্মায় ?
উত্তর :শসা
প্রশ্ন :অগ্নিবীণা বইটির রচয়িতা কে ?
উত্তর :কাজী নজরুল ইসলাম
প্রশ্ন :ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিস্কারক কে ?
উত্তর :টিম বার্নাস
প্রশ্ন :কবে ভূপাল গ্যাস দূর্ঘটনা ঘটে ?
উত্তর :১৯৮৪ সালে