প্রশ্ন :মথুরা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর :যমুনা
প্রশ্ন :India Toy Fair -এ প্রদর্শিত করা হলো কানিয়া-পুত্রী, এটি কোন রাজ্যের ঐতিহ্যবাহী খেলনা ?
উত্তর :বিহার
প্রশ্ন :ভারতের রাষ্ট্রপতিকে কে পরামর্শ দিতে পারেন ?
উত্তর :সুপ্রিমকোর্ট
প্রশ্ন : পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হল -
উত্তর : রায়ডাক
প্রশ্ন :ইউক্রেনে ৫৩কেজি বিভাগে সোনার মেডেল জিতলো কোন ভারতীয় মহিলা রেসলার ?
উত্তর :ভিনেশ ভোগাত
প্রশ্ন :মেসোপটেমিয়ার বর্তমান নাম কী?
উত্তর :ইরাক
প্রশ্ন :সুগম্য ভারত অ্যাপ লঞ্চ করছে কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
উত্তর : থাওয়ারচাঁদ গেহলট
প্রশ্ন :ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?
উত্তর :সুকুমার সেন
প্রশ্ন :ভারতের কোন রাজ্যে প্রথম ফরাসিদের আগমন ঘটে?
উত্তর :পন্ডিচেরি
প্রশ্ন :একটি ব্যাটারি একটি বাল্ব জ্বালায়,এই পক্রিয়াতে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটে ?
উত্তর :রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে
প্রশ্ন :আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর :হেলমন্দ
প্রশ্ন : দামোদর নদের উৎপত্তি হয়েছে -
উত্তর : ছোটনাগপুর মালভূমি
প্রশ্ন :ভারতের রাষ্ট্রপতি কে শপথ গ্রহণ করান কে?
উত্তর :সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
প্রশ্ন :একটি বস্তু দ্বারা অর্জিত শক্তি 1500 জুল এবং ভর হলো 15 কেজি,মাটি থেকে বস্তুটির উচ্চতা নির্নয় কর ?
উত্তর :10 মিটার
প্রশ্ন : ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর : সরোজিনী নাইডু