প্রশ্ন : ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন?
উত্তর : দাদাভাই নৌরজি
প্রশ্ন :পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর :মহম্মদ আলি জিন্নাহ
প্রশ্ন :ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করার অধিকার সূচিত করা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদটি হলো ?
উত্তর :অনুচ্ছেদ 19
প্রশ্ন :লিউকেমিয়া থেরাপি তে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
উত্তর :ফসফরাস-32
প্রশ্ন :কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন নেই?
উত্তর :সাধারণ হাইড্রোজেন
প্রশ্ন : ব্ল্যাকফুট ডিজিজের কারণ হলো :
উত্তর : আর্সেনিক দূষণ
প্রশ্ন :নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না ?
উত্তর :ট্রিপসিন
প্রশ্ন : আন্দিজ পর্বত থেকে পম্পাস তৃণভূমির দিকে প্রবাহিত স্থানীয় বায়ু কে কি বলে ?
উত্তর : পম্পেরো
প্রশ্ন :All India Chess Fedaration এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে ?
উত্তর :সঞ্জয় কাপুর
প্রশ্ন :শকুন্তলা নাটকের রচয়িতা কে?
উত্তর :কালিদাস
প্রশ্ন :ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক বলে অভিহিত করেন?
উত্তর :শিবাজীকে
প্রশ্ন : পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে -
উত্তর : ভারত মহাসাগরের বঙ্গোপসাগরীয় শাখা
প্রশ্ন :উত্তম তাপ শোষকরা হলো - ?
উত্তর :দুর্বল বিকিরক
প্রশ্ন :গ্রাফাইট ও হীরা কোন পদার্থের রূপভেদ?
উত্তর :কার্বন
প্রশ্ন :তবকৎ-ই-নাসিরী গ্রন্থটি কে লিখেছিলেন ?
উত্তর :মিনহাজ উদ্দিন সিরাজ