1 / 15

প্রশ্ন :কলেরা ঘটায় কোন ব্যাকটেরিয়াটি?

উত্তর :ভিব্রিও কলেরি

2 / 15

প্রশ্ন :লোকসভায় কোন রাজ্যের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি ?

উত্তর :উত্তর প্রদেশ

3 / 15

প্রশ্ন :দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন কে?

উত্তর :আলাউদ্দিন খলজি

4 / 15

প্রশ্ন : সর্বাপেক্ষা পরাক্রমশালী পল্লব রাজা কে ছিলেন?

উত্তর : পন্ডফার্নেস

5 / 15

প্রশ্ন :20 কেজির একটি ভর মাটি থেকে 8 মিটার উচ্চতায় রয়েছে, তাহলে শরীর দ্বারা প্রবাহিত কার্যক্ষতার শক্তি হল ?

উত্তর :1568 J

6 / 15

প্রশ্ন :বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর :আলালের ঘরের দুলাল

7 / 15

প্রশ্ন :অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলে ?

উত্তর :হল পদ্ধতি

8 / 15

প্রশ্ন :মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল?

উত্তর : মথুরা

9 / 15

প্রশ্ন :ভারতবর্ষের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় ?

উত্তর :ব্যাঙ্গালোর

10 / 15

প্রশ্ন : নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন?

উত্তর : ডিরোজিও

11 / 15

প্রশ্ন :মাছেদের মোট পাখনার সংখ্যা কত ?

উত্তর :৭টি

12 / 15

প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায় -

উত্তর : বিটুমিনাস

13 / 15

প্রশ্ন :ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক ছিল?

উত্তর :অযোধ্যা ব্যাঙ্ক

14 / 15

প্রশ্ন :মহাকাশযানের জানালা কী দিয়ে প্রস্তুত করা হয়?

উত্তর :কাঁচ

15 / 15

প্রশ্ন :বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কি ?

উত্তর :নীল তিমি

আরও কুইজ খেলুন