প্রশ্ন :একটি দশ টাকার নোটে কয়টি ভাষায় 'দশ টাকা' কথাটি লেখা থাকে?
উত্তর :১৫ টি
প্রশ্ন :আন্তর্জাতিক বিচারালয়ের সদস্য সংখ্যা কত ?
উত্তর :১৫টি
প্রশ্ন :জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় ?
উত্তর :25 শে জানুয়ারি
প্রশ্ন :কোন মহাসাগরকে Herring Pond বলা হয় ?
উত্তর :আটলান্টিক মহাসাগর
প্রশ্ন :নখে কোন প্রোটিন থাকে?
উত্তর :কেরাটিন
প্রশ্ন : কনিষ্ক কোন ধর্মীয় সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করতেন?
উত্তর : মহাযান বৌদ্ধ
প্রশ্ন :রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :অ্যারিস্টটল
প্রশ্ন :পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর :ভ্যাটিকান সিটি
প্রশ্ন :অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণ সম্ভাবনা বেশি থাকে কারণ ?
উত্তর :অর্ধেক ভর্তি পি-অর্বিটালের স্থায়িত্ব বেশি
প্রশ্ন : বিভিন্ন খাদ্য শৃংখল এর এক সঙ্গে সংযোগ সৃষ্টি করে অবস্থানকে কি বলে ?
উত্তর : খাদ্য জালক
প্রশ্ন :সম্প্রতি রেশমা মারিয়াম কোন রাজ্যের কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি হিসাবে নিযুক্ত হলেন ?
উত্তর :কেরালা
প্রশ্ন :কোন বিজ্ঞানীকে মেনলো পার্কের জাদুঘর বলা হয় ?
উত্তর :টমাস আলভা এডিসন
প্রশ্ন : 1922 সালে প্রথম বিশ্ব পরিবেশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় ?
উত্তর : রিও ডি জেনিইরোতে
প্রশ্ন :ফুটবল জগতে কাকে কালো হীরে বলা হয় ?
উত্তর :পেলে
প্রশ্ন :কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর :লালা হংসরাজ