প্রশ্ন :নিম্নলিখিত মৌলের মধ্যে কোনটি বিজারক নয় ?
উত্তর :ক্লোরিন
প্রশ্ন :ডেকান ট্র্যাপ কথাটির অর্থ কি ?
উত্তর :দক্ষিণাত্যের সিঁড়ি
প্রশ্ন :সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর :কেরালা
প্রশ্ন :1 কিলোওয়াট ঘন্টা কত জুলের সমান ?
উত্তর :3.6 × 10^6
প্রশ্ন :ভারতের নিয়মতান্ত্রিক এর প্রধান হলেন ?
উত্তর :রাষ্ট্রপতি
প্রশ্ন :এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :1784 সালে
প্রশ্ন :কলকাতায় প্রথম সংবাদপত্র কোন সালে প্রকাশিত হয়েছিল?
উত্তর :১৭৮০
প্রশ্ন :নিউক্লিয়ার থেকে একটি বিটা কণা নির্গত হলে নিম্নের কোনটি ঘটে ?
উত্তর :প্রোটন সংখ্যা 1 বাড়ে
প্রশ্ন :সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে?
উত্তর :লর্ড কর্নওয়ালিস
প্রশ্ন :সাঁচি স্তূপ কোথায় অবস্থিত ?
উত্তর :মধ্য প্রদেশে
প্রশ্ন :সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয় ?
উত্তর :২৪শে অক্টোবর
প্রশ্ন :নিম্নলিখিত গুলির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পর্যায়সারনীর পর্যায় 4 এ অবস্থিত ?
উত্তর :Kr
প্রশ্ন : সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল?
উত্তর : মেসোপটেমিয়া
প্রশ্ন : গ্লাইডিং গমন পদ্ধতি দেখা যায় ?
উত্তর :শামুক
প্রশ্ন :গর্ভনিরোধক বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে -
উত্তর :ডিম্বাণু নির্গমন বন্ধ করার মাধ্যমে