প্রশ্ন :বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ কোনটি?
উত্তর :ভুটান
প্রশ্ন :রক্তসংবহনতন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তর :উইলিয়াম হার্ভে
প্রশ্ন :পঞ্চতন্ত্র কে লিখেছেন?
উত্তর :বিষ্ণু শর্মা
প্রশ্ন :আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করে?
উত্তর :রাসবিহারী বসু
প্রশ্ন :কফি কোন কৃষির অন্যতম ফসল ?
উত্তর :বাগিচা কৃষি
প্রশ্ন :কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয় ?
উত্তর :আর্টিকেল 368
প্রশ্ন :কেন্দ্রীয় Drug গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর :লক্ষ্ণৌ
প্রশ্ন :জাগো গ্রাহক জাগো মিশন কত সালে চালু হয়েছিল?
উত্তর :2005
প্রশ্ন :কানাডার নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
উত্তর :অন্টারিও
প্রশ্ন :বুদ্ধি অভিক্ষার জন্ম কোন দেশে?
উত্তর :ফরাসি
প্রশ্ন :ক্রেন কোন শ্রেনীর লিভার?
উত্তর :তৃতীয়
প্রশ্ন :দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয় ?
উত্তর :উত্তল লেন্স
প্রশ্ন : জন-গণ-মন গানটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : তত্ত্ববোধিনী
প্রশ্ন :ফুসফুসের আবরণীর নাম কী?
উত্তর :প্লুরা
প্রশ্ন :ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
উত্তর :বি আর আম্বেদকর