প্রশ্ন :কোন অঙ্গে প্রোটিন থেকে ইউরিয়া তৈরী হয় ?
উত্তর : লিভারে
প্রশ্ন :বাস্কেটবল খেলা কে উদ্ভাবন করেছিলেন ?
উত্তর :জেমস নাইস্মিথ
প্রশ্ন :মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর :বীরভূম
প্রশ্ন :কোন মোগল সম্রাট জিজিয়া কর পুনঃ প্রচলন করেন?
উত্তর :ওরঙ্গজেব
প্রশ্ন :৫১তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায় ?
উত্তর :গোয়া
প্রশ্ন :কত তারিখে বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় ?
উত্তর :২৭শে মার্চ
প্রশ্ন :নিম্নের কোনটি দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমান বোঝানো হয় ?
উত্তর :ভর
প্রশ্ন :শার্লক হোমস এর স্রষ্টা কে?
উত্তর :স্যার আর্থার কোনান ভয়েল
প্রশ্ন :ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি ?
উত্তর : ফ্লাজেলা
প্রশ্ন :কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত?
উত্তর :লালা লাজপৎ রায়
প্রশ্ন : স্বরাজ্য পার্টির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : এলাহাবাদ
প্রশ্ন : কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল?
উত্তর : 1929 সালে
প্রশ্ন :পশ্চিমবঙ্গের কত গুলি দেশের সাথে সীমানা রয়েছে ?
উত্তর :3 টি
প্রশ্ন :ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
উত্তর :স্বামীনাথনকে
প্রশ্ন :লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়?
উত্তর :ডয়াপটার এককে