1 / 15

প্রশ্ন :নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিখ্যাত নেতা কে?

উত্তর :মেধা পাটেকর

2 / 15

প্রশ্ন :ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ?

উত্তর :ব্যাঙ্গালুরু

3 / 15

প্রশ্ন :মার্কিন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?

উত্তর :৪বছর

4 / 15

প্রশ্ন :ছত্রাক বিদ্যার আরেক নাম কী?

উত্তর :মাইকোলজি

5 / 15

প্রশ্ন : বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?

উত্তর : বল্লাল সেন

6 / 15

প্রশ্ন : ভারতে শক রাজাদের মধ্যে কে প্রথম পরাক্রমশালী রাজা ছিলেন?

উত্তর : মোয়েস

7 / 15

প্রশ্ন : শেরশাহের সমাধি কোথায়?

উত্তর : সাসারাম

8 / 15

প্রশ্ন :মধ্যযুগের ভারতে লেখা গীতা গোবিন্দম গ্রন্থের লেখক কে ?

উত্তর :জয়দেব

9 / 15

প্রশ্ন :বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?

উত্তর :৫ই জুন

10 / 15

প্রশ্ন :ভারতের প্রথম ডাকঘর কোথায় স্থাপিত হয় ?

উত্তর :কলকাতা

11 / 15

প্রশ্ন :কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে?

উত্তর :পাললিক

12 / 15

প্রশ্ন :দেহের স্বেতরক্ত কণিকার কাজ কি ?

উত্তর :দেহকে রোগ থেকে রক্ষা করা

13 / 15

প্রশ্ন : আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : সিকান্দার লোদী

14 / 15

প্রশ্ন :অক্সিজেন ও ওজন পরস্পরের কি ?

উত্তর :অ্যালোট্রপ

15 / 15

প্রশ্ন : পৃথিবীর শতকরা কত শতাংশ বনভূমি আছে ?

উত্তর : 30 শতাংশ

আরও কুইজ খেলুন