1 / 15

প্রশ্ন :সম্প্রতি ভি.পি. জয় কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন ?

উত্তর :কেরালা

2 / 15

প্রশ্ন : নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না?

উত্তর : বিপিনচন্দ্র পাল

3 / 15

প্রশ্ন :সোমনাথ মন্দির ভারতের কোন রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত ?

উত্তর :গুজরাট

4 / 15

প্রশ্ন : সরলবর্গীয় বনভূমি কে কি বলে ?

উত্তর : ওপরের কোনোটিই নয়

5 / 15

প্রশ্ন : পশ্চিমবঙ্গের উত্তর - দক্ষিনে বিস্তৃত -

উত্তর : 600 কিমি

6 / 15

প্রশ্ন :হেপাটাইটিস কোন অঙ্গে হয় ?

উত্তর : লিভার

7 / 15

প্রশ্ন : প্লেক্টোনিমা হলো এক প্রকারের ?

উত্তর : নীলাভ সবুজ শৈবাল

8 / 15

প্রশ্ন :এপিফাইট কাকে বলে ?

উত্তর :অন্য উদ্ভিদের ওপর বেঁচে থাকে

9 / 15

প্রশ্ন :তড়িৎ পরিবাহিতার একক কি ?

উত্তর :সিমেন্স

10 / 15

প্রশ্ন :কলহন রচিত গ্রন্থটির নাম কি ?

উত্তর :রাজতরঙ্গিনী

11 / 15

প্রশ্ন :চাণক্য -র প্রকৃত নাম কি ছিল?

উত্তর :বিষ্ণুগুপ্ত

12 / 15

প্রশ্ন :প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :আত্মারাম পাণ্ডুরঙ্গ

13 / 15

প্রশ্ন :রামচরিত এর রচয়িতা কে?

উত্তর :সন্ধ্যাকর নন্দী

14 / 15

প্রশ্ন :কোন ধাতু উলফ্রাম নামেও পরিচিত ?

উত্তর :টাংস্টেন

15 / 15

প্রশ্ন :দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে ?

উত্তর :কোয়েম্বাটুরকে

আরও কুইজ খেলুন