1 / 15

প্রশ্ন :কার নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন গঠিত হয় ?

উত্তর :মেধা পাটেকর

2 / 15

প্রশ্ন :কোনো বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতা কে কি বলে ?

উত্তর :শক্তি

3 / 15

প্রশ্ন :পাট গাছের কোন তন্তু পাট হিসাবে পরিচিত ?

উত্তর :ফ্লোয়েম

4 / 15

প্রশ্ন : দক্ষিণ চীন সাগরে যে আকস্মিক বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে ?

উত্তর : টাইফুন

5 / 15

প্রশ্ন :ফিবোস ও ডিমোস কোন গ্রহের উপগ্রহ?

উত্তর :মঙ্গল

6 / 15

প্রশ্ন :রিজার্ভ ব্যাংক কোন রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না?

উত্তর :নাগাল্যান্ড

7 / 15

প্রশ্ন : এশিয়া মহাদেশের সর্বাধিক বর্ষণসিক্ত স্থানের নাম-

উত্তর : মৌসিনরাম

8 / 15

প্রশ্ন : বুলস আই - শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর :শ্যুটিং

9 / 15

প্রশ্ন :ধুয়াধার জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর :নর্মদা

10 / 15

প্রশ্ন :মঁ ব্লাঁ কোন পর্বত শ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ ?

উত্তর :আলপস

11 / 15

প্রশ্ন :তেভাগা আন্দোলন কবে শুরু হয় ?

উত্তর :১৯৪৬ সালে

12 / 15

প্রশ্ন :ফিউজ তার কোন কোন ধাতুর সংকর?

উত্তর :টিন ও সীসা

13 / 15

প্রশ্ন :নিচের কোন অঙ্গানুটি ছাড়া কোনো কোষ বাঁচাতে পারে না ?

উত্তর :রাইবোজোম

14 / 15

প্রশ্ন :নাগিনী কন্যার কাহিনী উপন্যাস টি কে লেখেন ?

উত্তর :তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

15 / 15

প্রশ্ন :পান্না হীরক খনি কোথায় অবস্থিত ?

উত্তর :মধ্যপ্রদেশ

আরও কুইজ খেলুন