প্রশ্ন :SI পদ্ধতিতে ভরবেগের একক কি ?
উত্তর :কেজি মিটার/সেকেন্ড
প্রশ্ন : পশ্চিমবঙ্গের মালভূমির বেশির ভাগ অংশই কোন জেলায় অবস্থিত -
উত্তর : পুরুলিয়া
প্রশ্ন :সারে জাহা সে আচ্ছা- গানটির রচয়িতা কে?
উত্তর :মহম্মদ ইকবাল
প্রশ্ন :হকি খেলার জন্ম কোথায় ?
উত্তর :গ্ৰীসে
প্রশ্ন :নিম্নের কোনটি উদ্ভিদ হরমোন নয় ?
উত্তর :অ্যাড্রিনালীন
প্রশ্ন :চাপ সঞ্চালনের নীতি কি নাম পরিচিত ?
উত্তর : পাস্কালের সুত্র
প্রশ্ন :দ্বৈত শাসনের প্রবর্তক কে?
উত্তর :ক্লাইভ
প্রশ্ন :কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয় ?
উত্তর :ওনাম
প্রশ্ন :প্রতিবছর বিশ্বস্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?
উত্তর :৭ই এপ্রিল
প্রশ্ন : প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধান কে কি বলা হত?
উত্তর : গ্রামণী
প্রশ্ন :ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক কে ?
উত্তর :প্রধানমন্ত্রী
প্রশ্ন :চতুর্থ পঞ্চ বার্ষিকী পরিকল্পনার সময় কাল কি ছিল ?
উত্তর :1969-74
প্রশ্ন :পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তর :শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ
প্রশ্ন :জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্টি?
উত্তর :ইয়ান ফ্লেমিং
প্রশ্ন : মৎস্যশিকার ও রেশম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান কোন দেশের?
উত্তর : জাপান