প্রশ্ন : পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো -
উত্তর : লবণাক্ত কাদা মৃত্তিকা
প্রশ্ন :ইকোলজির বিজ্ঞান সম্মত সংজ্ঞা প্রথম কে দেন ?
উত্তর :হেকেল
প্রশ্ন : ইকোসিস্টেম কথাটির প্রচলন কে করেন ?
উত্তর : ট্যানসনে
প্রশ্ন :বল ও সরণের গুনফলকে কি বলা হয় ?
উত্তর :কার্য
প্রশ্ন :আপেলের রাজ্য কাকে বলা হয় ?
উত্তর :হিমাচল প্রদেশ
প্রশ্ন :অহিরাপুল্লি জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর :কেরালা
প্রশ্ন :লোন ওয়েভার - শব্দ টি কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর :কৃষি
প্রশ্ন :CGS পদ্ধিতিতে জলসাম এর একক কি ?
উত্তর :গ্রাম
প্রশ্ন : জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন -
উত্তর : ডাফরিন
প্রশ্ন :বিখ্যাত কৈলাস গুহা মন্দির কোথায় অবস্থিত?
উত্তর :ইলোরা
প্রশ্ন :মরীচিকা কী কারনে উৎপন্ন হয়?
উত্তর :অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
প্রশ্ন : 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত জেলাগুলি -
উত্তর : দার্জিলিং,পশ্চিম মেদিনীপুর
প্রশ্ন : কনিষ্কের চিকিৎসকের কি নাম ছিল?
উত্তর : চরক
প্রশ্ন :মিত্র মেলা সমিতি কে শুরু করেছিলেন ?
উত্তর :বিনায়ক দামোদর সাভারকার
প্রশ্ন :ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা ?
উত্তর :অষ্ট্রেলিয়া
প্রশ্ন :পূর্বঘাট পর্বতের ওপর নাম কি ?
উত্তর :মলয়াদ্রী
প্রশ্ন :Blue Planet কাকে বলে ?
উত্তর :পৃথিবী