প্রশ্ন : নিচের কোন উদ্ভিদের মূলতন্ত্র অগঠিত?
উত্তর : পদ্ম
প্রশ্ন : ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা মাপা হয়—
উত্তর : সমুদ্রের গভীরতা
প্রশ্ন : পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি?
উত্তর : প্রাণিজ
প্রশ্ন :গুজরাটের কচ্ছের রন কত সালে বায়োস্ফিয়ারের তকমা পায় ?
উত্তর :2008
প্রশ্ন :বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল ?
উত্তর :ব্রাজিলে
প্রশ্ন : বাগলিহর জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :জম্মু-কাশ্মীর
প্রশ্ন : ডেফিসিট ফিনান্সিং বলতে বোঝায় ?
উত্তর : টাকার যোগান বৃদ্ধি
প্রশ্ন :মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে?
উত্তর :১৯৯৫ সালে
প্রশ্ন : ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি?
উত্তর : মেহেরগড় সভ্যতা
প্রশ্ন : ভারতের প্রথম কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ আবাদ হয় ?
উত্তর : সিকিম
প্রশ্ন :দেশে One Nation-One Ration Card সিস্টেমের প্রসার ঘটাতে কোন মোবাইল অ্যাপ লঞ্চ করলো কেন্দ্র ?
উত্তর :মেরা রেশন
প্রশ্ন : মাছির বিজ্ঞানসম্মত নাম কি?
উত্তর : Musca Domestica
প্রশ্ন : বৃষ্টির জল কে চাষের কাজে লাগানোর সাদৃশ্য হলো ?
উত্তর : স্বাদু জলের সংরক্ষণ করা
প্রশ্ন : World Teacher`s Day কবে পালন করা হয় ?
উত্তর : 5 অক্টোবর