প্রশ্ন : ভারতের কোন অংশে সাধারণত লু বায়ু প্রবাহিত হয় ?
উত্তর :উত্তর-পশ্চিম ভারতে
প্রশ্ন : কোয়ান্টাম তত্ত্ব-এর প্রবক্তা হলেন—
উত্তর : ম্যাক্স প্ল্যাঙ্ক
প্রশ্ন :গামা-রে কে আবিষ্কার করেন?
উত্তর :পল ভিলার্ভ
প্রশ্ন : পাঞ্জাব এর রাজধানী কোনটি?
উত্তর : চণ্ডীগড়
প্রশ্ন :কে ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেন ?
উত্তর :মাইকেল ফ্যারাডে
প্রশ্ন :ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল –
উত্তর :কাঞ্চনজঙ্ঘা
প্রশ্ন :কোন বছর শচীন টেন্ডুলকার ভারতরত্ন পান ?
উত্তর :2014
প্রশ্ন : কৃষ্ণমৃত্তিকার স্থানীয় নাম কী?
উত্তর : রেগুর
প্রশ্ন : বাড়িতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ‘A key to the constitution’ কে বলে উল্লেখ করেছেন—
উত্তর : দুর্গাদাস বসু
প্রশ্ন : পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বি-কক্ষ থেকে এক কক্ষবিশিষ্ট হয় কত সালে ?
উত্তর : 1969
প্রশ্ন :গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা-
উত্তর :বাড়ে
প্রশ্ন : কয়লা উত্তোলনে ভারতের স্থান কত?
উত্তর : তৃতীয়
প্রশ্ন : বিপ্লবী প্রফুল্ল চাকীর আসল নাম কি ?
উত্তর :দীনেশ চন্দ্র রায়
প্রশ্ন :তড়িত লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
উত্তর :জিঙ্ক
প্রশ্ন :চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল
উত্তর :1221 খ্রীঃ