প্রশ্ন : নার্ভকোশ বিভাজিত হয় না কারণ-
উত্তর : সেন্ট্রোজোম থাকে না
প্রশ্ন :মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে ?
উত্তর :কেরালা
প্রশ্ন :নিম্নের কোনটি সালফারের রূপভেদ ?
উত্তর :রম্বিক
প্রশ্ন : আরাবল্লী একটা পুরনো-
উত্তর : ভঙ্গিল পর্বত
প্রশ্ন :মানব দেহের কোন অংশে গ্লাইকোজেম সঞ্চিত থাকে ?
উত্তর :যকৃত
প্রশ্ন :বিশ্বে প্রথম মহাকাশচারীর নাম কী ?
উত্তর :ইউরি গ্যাগারিন
প্রশ্ন : নিগম কথার অর্থ কী?
উত্তর : বণিক সংঘ
প্রশ্ন : ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
উত্তর : নালন্দা
প্রশ্ন :বসুমিত্র কততম বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন?
উত্তর :চতুর্থ বৌদ্ধ সম্মেলন
প্রশ্ন :উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, তা হল –
উত্তর :আঁধি
প্রশ্ন : সিন্ধুর বৃহত্তম উপনদী কোনটি ?
উত্তর :চন্দ্রভাগা
প্রশ্ন : ভারতের সবথেকে খরাপ্রবণ রাজ্য কোনটি ?
উত্তর :রাজস্থান