প্রশ্ন :কত সালে প্রথম মরণোত্তর নোবেল দেওয়া হয় ?
উত্তর :১৯৩১
প্রশ্ন : কে লোকমান্য নামে খ্যাত ?
উত্তর : বালগঙ্গাধর তিলক
প্রশ্ন :ইজরায়েলের রাজধানীর নাম কী ?
উত্তর :জেরুজালেম
প্রশ্ন :গ্রিনমোল্ড কাকে বলে?
উত্তর :পেনিসিলিয়াম
প্রশ্ন :গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর :দিল্লী
প্রশ্ন :কেরালার প্রধান ভাষা কী ?
উত্তর :মালায়ালম
প্রশ্ন :ক্ষতিকর বিভিন্ন ছত্রাক ও ফুলের রেনু থেকে হতে পারে-
উত্তর :অ্যালার্জি ও হাঁপানি
প্রশ্ন :কথাকলি ধ্রুপদী নৃত্যটি কোন রাজ্যে সৃষ্টি ?
উত্তর :কেরালা
প্রশ্ন : সি ভি রমন কোন সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান ?
উত্তর :1930
প্রশ্ন :দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তর :কেসিন