1 / 10

প্রশ্ন :আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি ?

উত্তর :কচ্ছ

2 / 10

প্রশ্ন : বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?

উত্তর :দিল্লী

3 / 10

প্রশ্ন :মৃতের সাগরে সঞ্চিত আছে -

উত্তর :ব্রোমাইন

4 / 10

প্রশ্ন :নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ ?

উত্তর :সিয়াচেন

5 / 10

প্রশ্ন :নভসেবা বন্দরটির নতুন নাম কি ?

উত্তর :জওহরলাল নেহেরু বন্দর

6 / 10

প্রশ্ন :ভারতের যে রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি -

উত্তর :বিহার

7 / 10

প্রশ্ন :Explanation in Geography - এই বিখ্যাত গ্রন্থটির লেখক হলেন -

উত্তর :ডেভিড হার্ভে

8 / 10

প্রশ্ন :জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কত সালে গঠিত হয়েছে?

উত্তর :১৯৭৫ সালে

9 / 10

প্রশ্ন :পর্যায়িত নদীর ধারনাটি দেন -

উত্তর :গিলবার্ট

10 / 10

প্রশ্ন :কোন রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয় ?

উত্তর :উত্তরাখন্ড

আরও কুইজ খেলুন