প্রশ্ন :চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে -
উত্তর :টাইফুন
প্রশ্ন : নর্মদা নদীর উৎপত্তি অমরকন্টক মালভূমির -
উত্তর : নীলগিরি পর্বত
প্রশ্ন :পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত -
উত্তর :তরাই ও ডুয়ার্স
প্রশ্ন :ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ?
উত্তর :দার্জিলিং-এর সিদ্রাপং
প্রশ্ন :কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
উত্তর :ঝিলম
প্রশ্ন :মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর :বীরভূম
প্রশ্ন :দক্ষিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল -
উত্তর :আনাইমুদি
প্রশ্ন :'ভারতের প্রবেশ দ্বার' বলা হয় কোন শহরকে ?
উত্তর :মুম্বাই
প্রশ্ন :কোন নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে ?
উত্তর :বিপাশা
প্রশ্ন :কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় ?
উত্তর :কেরালা
প্রশ্ন :কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে ?
উত্তর :মধ্যপ্রদেশ
প্রশ্ন :এক্সফোলিয়েশান বা গােলাকৃতি আবহবিকার কোন শিলায় বেশি দেখা যায় ?
উত্তর :গ্রানাইট
প্রশ্ন :চম্বল কোন নদীর উপনদী ?
উত্তর :যমুনা
প্রশ্ন :ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত ?
উত্তর :নর্মদা
প্রশ্ন : নীচের কোন অভায়ারণ্য হাতির জন্য বিখ্যাত?
উত্তর : পেরিয়ার
প্রশ্ন :ক্রনােমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে ?
উত্তর :গ্রীনিচের সময়