1 / 15
2 / 15
3 / 15
4 / 15
5 / 15
6 / 15
7 / 15
8 / 15
9 / 15
10 / 15
11 / 15
12 / 15
13 / 15
14 / 15
15 / 15
আরও কুইজ খেলুন

প্রশ্ন : বর্তমানে সর্বোচ্চ কতখানি অঞ্চল SEZ- এর জন্য সরকার দেয়?

উত্তর : 5000 হেক্টর

প্রশ্ন : কোন শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ?

উত্তর :কুমারগুপ্ত

প্রশ্ন : নিম্নের কোন খালটি ভারতের দীর্ঘতম খাল ?

উত্তর :ইন্দিরা গান্ধী খাল

প্রশ্ন :Next বইটির রচয়িতা কে ?

উত্তর :মাইকেল ক্রিকটন

প্রশ্ন :ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?

উত্তর :সরোজিনী নাইডু

প্রশ্ন :ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন-

উত্তর :বাচেন্দ্রী পাল

প্রশ্ন :পশ্চিমবঙ্গ থেকে কতজন সদস্য লোকসভায় থাকতে পারবে ?

উত্তর :৪২ জন

প্রশ্ন : টোটো উপজাতি কোথায় দেখা যায় ?

উত্তর :পশ্চিমবঙ্গ

প্রশ্ন : ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয়?

উত্তর : 1955

প্রশ্ন :টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম টি হল-

উত্তর :প্যারীচাঁদ মিত্রের

প্রশ্ন :পরিব্রাজক গ্ৰন্থটি রচনা করেছেন-

উত্তর :স্বামী বিবেকানন্দ

প্রশ্ন : রাজীব রঞ্জন কোন রাজ্যের মুখ্য সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ?

উত্তর :তামিলনাড়ু

প্রশ্ন :মিশরের প্রধান অর্থকরী ফসল হল-

উত্তর :কার্পাস

প্রশ্ন : টারশিয়ারি ক্ষেত্রের অর্থ -

উত্তর : পরিকাঠামো

প্রশ্ন : ভারতের প্রথম Wetland Conservation Center কোথায় স্থাপিত হলো ?

উত্তর :চেন্নাই