প্রশ্ন :কোন গ্যাসকে “অ্যাসিড উৎপাদক” বলা হয় ?
উত্তর :অক্সিজেন
প্রশ্ন :বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয় ?
উত্তর :ট্রপোস্ফিয়ার
প্রশ্ন :City of Lake বলা হয় কোন শহরকে ?
উত্তর :উদয়পুর
প্রশ্ন :বাংলার আকবর কাকে বলে ?
উত্তর :হুসেন শাহ
প্রশ্ন :বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর :হাইগ্রোমিটার
প্রশ্ন : ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :সতীশ চন্দ্র মুখার্জী
প্রশ্ন : ভারতের কোন অংশে সাধারণত লু বায়ু প্রবাহিত হয় ?
উত্তর :উত্তর-পশ্চিম ভারতে
প্রশ্ন :শ্রীকৃষ্ণ কীর্তন কার লেখা ?
উত্তর :বড়ু চণ্ডীদাস
প্রশ্ন :নিম্নলিখিত কোন ব্যক্তি দীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন ?
উত্তর :রাজা বীরবল
প্রশ্ন : বন্দিবাসের যুদ্ধ কবে সংঘটিত হয় ?
উত্তর :1760
প্রশ্ন :নীচের কোন ভারতীয় পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান ই পাকিস্তান পেয়েছিলেন ?
উত্তর :মোরারজী দেশাই
প্রশ্ন :নিচের কোনটি ভারতীয় নৌবাহিনীর প্রথম বায়ুযান বহনকারী জাহাজ ?
উত্তর :আই এন এস বিক্রান্ত
প্রশ্ন :বাংলার নানাসাহেব কাকে বলা হত ?
উত্তর :রামরতন মল্লিক
প্রশ্ন : সরু ব্যাসযুক্ত নল দিয়ে তরলের ওপরের দিকে ওঠার প্রবণতাকে কি বলে?
উত্তর : কৈশিক ক্রিয়া
প্রশ্ন : বাংলার বা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় নিম্নের কোনটি কে ?
উত্তর :নবদ্বীপ