1 / 15

প্রশ্ন :ব্রিটিশ শাসনকালে সিপাহী বিদ্রোহ কোন বছর হয়েছিল ?

উত্তর :১৮৫৭ সালের ১০ মে

2 / 15

প্রশ্ন :ঔরঙ্গজেব পার্বত্য মুষিক বলে অভিহিত করেছেন-

উত্তর :শিবাজীকে

3 / 15

প্রশ্ন : মুর্শিদাবাদে অবস্থিত হাজার দুয়ারী - এর স্থাপক কে ছিলেন ?

উত্তর :নবাব হুমায়ুন জা

4 / 15

প্রশ্ন : বুদ্ধ তার প্রথম ধার্মিক বার্তা কোথায় দেন ?

উত্তর :সারনাথ

5 / 15

প্রশ্ন : মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ কততম স্থান অধিকার করে ?

উত্তর :চতুর্থ

6 / 15

প্রশ্ন : অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?

উত্তর :ক্ষণপদ

7 / 15

প্রশ্ন :ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?

উত্তর :1942, 9 ই আগস্ট

8 / 15

প্রশ্ন :হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি ?

উত্তর :নীল

9 / 15

প্রশ্ন :কাভারাত্তি কোন কেন্দ্র শাসিত অঞ্চলের রাজধানী ?

উত্তর :লাক্ষাদ্বীপ

10 / 15

প্রশ্ন :স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ?

উত্তর :দামোদর

11 / 15

প্রশ্ন :কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে ?

উত্তর :ইউট্রিকিউনারিয়া

12 / 15

প্রশ্ন :সকল বিষয়ের জননী বলা হয়-

উত্তর :ভূগোল কে

13 / 15

প্রশ্ন :ক্যালসিয়াম এর অভাবে যে রোগ হয় তা-

উত্তর :হাড় ও দাঁতের দুর্বলতা

14 / 15

প্রশ্ন : পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত ?

উত্তর :42

15 / 15

প্রশ্ন :নিম্নের কোনটি সালফারের রূপভেদ ?

উত্তর :রম্বিক

আরও কুইজ খেলুন