প্রশ্ন :কোন বছর শচীন টেন্ডুলকার ভারতরত্ন পান ?
উত্তর :2014
প্রশ্ন :গান্ধিজী প্রথম সত্যাগ্ৰহ শুরু করেন-
উত্তর :দক্ষিন আফ্রিকায়
প্রশ্ন :নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন ?
উত্তর :স্যার টমাস রো
প্রশ্ন : নিম্নের কোনটি ন্যাশনাল হাইওয়ে অর্থরিটি এর কাজের অন্তর্ভুক্ত ?
উত্তর :উপরের সবগুলি
প্রশ্ন :বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?
উত্তর :বল্লাল সেন
প্রশ্ন :'বিশ্ব হিন্দি দিবস' পালন করা হয় প্রতি বছর কোন দিন ?
উত্তর :১০ই জানুয়ারি
প্রশ্ন :পরম বৈষ্ণব উপাধি কোন রাজা সংগ্রহ করেছিলেন?
উত্তর :লক্ষণ সেন
প্রশ্ন : বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?
উত্তর :মেসোপজ
প্রশ্ন :ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ?
উত্তর :অমৃতা কাউর
প্রশ্ন : অমৃতা দেবী বিশ্নই পুরস্কার নিচের কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর :বন্য প্রাণী সংরক্ষণ
প্রশ্ন :বাবরনামা -র লেখক ছিলেন
উত্তর :ফিরদৌসি
প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোথায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শুরু হয়েছে?
উত্তর : ফলতা
প্রশ্ন : জলে ও স্থলে জন্মানো জলজ উদ্ভিদ নিচের কোনটি?
উত্তর : সবকটি সঠিক
প্রশ্ন :ভারতের রুশো বলা হয়-
উত্তর :বিবেকানন্দ কে
প্রশ্ন : 'The Times' পত্রিকাটি কোথাকার ?
উত্তর : লন্ডন