1 / 15

প্রশ্ন :পেন্সিলের সীসাতে কি থাকে ?

উত্তর :গ্রাফাইট

2 / 15

প্রশ্ন : ভারতের কোন প্রতিবেশী দেশের প্রধান নদী হেলমন্দ ?

উত্তর :আফগানিস্তান

3 / 15

প্রশ্ন :বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?

উত্তর :ওড়িশা

4 / 15

প্রশ্ন :ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরষ্কার বিজয়িনী হলেন-

উত্তর :আশাপূর্ণা দেবী

5 / 15

প্রশ্ন : অন্ধত্ব রোগটি কোন ভিটামিনের অভাবে হয় ?

উত্তর :ভিটামিন-A

6 / 15

প্রশ্ন : ব্যোমকেশ বক্সি - চরিত্রের স্রষ্টা কে ?

উত্তর :শরবিন্দু বন্দ্যোপাধ্যায়

7 / 15

প্রশ্ন :মহাভারতের উপর ভিত্তি করে তৈরি প্রথম ধারাবাহিকটি নির্দেশক ছিলেন ?

উত্তর :বি আর চোপড়া

8 / 15

প্রশ্ন : প্রথম আয়রন সেতু - লোহে কা পুল - কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর :গোমতী

9 / 15

প্রশ্ন :ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ করেন ?

উত্তর :1498 খ্রিস্টাব্দে

10 / 15

প্রশ্ন : উত্তরপ্রদেশের দ্বিতীয় সরকারি ভাষা কোনটি ?

উত্তর :উর্দু

11 / 15

প্রশ্ন :পশ্চিমবঙ্গের শৈলশহর কোনটি ?

উত্তর :দার্জিলিং

12 / 15

প্রশ্ন :নিশীথ সূর্যের দেশ বলা হয়-

উত্তর :নরওয়ে

13 / 15

প্রশ্ন : জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্প নিয়োগের অধিকার-

উত্তর : বছরে 100 দিন

14 / 15

প্রশ্ন : বায়ুপ্রবাহের গতিবেগ মাপক এককের নাম কি ?

উত্তর :নট

15 / 15

প্রশ্ন :পশ্চিমবঙ্গের কোন জেলায় সাহেব বাঁধ অবস্থিত ?

উত্তর :পুরুলিয়া

আরও কুইজ খেলুন