1 / 15

প্রশ্ন :তুলিহাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?

উত্তর :মনিপুর

2 / 15

প্রশ্ন : ভারতে বিপ্লববাদের জনক নামে কে পরিচিত ?

উত্তর :বাসুদেব বলবন্ত ফাড়কে

3 / 15

প্রশ্ন :দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :কুতুবউদ্দিন আইবক

4 / 15

প্রশ্ন :ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কী ছিল ?

উত্তর :সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ

5 / 15

প্রশ্ন : ভারতের সবথেকে খরাপ্রবণ রাজ্য কোনটি ?

উত্তর :রাজস্থান

6 / 15

প্রশ্ন : সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য গ্লোবাল COVAX অ্যালায়েন্স এ যুক্ত হলো ?

উত্তর :পাঞ্জাব

7 / 15

প্রশ্ন : প্রথম কোন মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন ?

উত্তর : আরতি সাহা

8 / 15

প্রশ্ন : কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়াকে রাজ্যের মর্যাদা দেওয়া হয় ?

উত্তর :56 তম

9 / 15

প্রশ্ন : নিম্নের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত ?

উত্তর :নাইট্রাস অক্সাইড

10 / 15

প্রশ্ন :সুপ্রিমকোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় ?

উত্তর :তিন

11 / 15

প্রশ্ন :মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :জহিরউদ্দীন মহম্মদ বাবর

12 / 15

প্রশ্ন :সম্প্রতি প্রয়াত চিত্রা ঘোষ, কোন বিখ্যাত ব্যক্তির ভাগ্নি হন ?

উত্তর :সুভাষচন্দ্র বোস

13 / 15

প্রশ্ন : মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি কমাতে RBI নিচের কোন পন্থাটি নেয়?

উত্তর : CRR বাড়ায়

14 / 15

প্রশ্ন :বিশ্ব বিখ্যাত স্বামী চরিত্র টি নিম্নের কার তৈরি ?

উত্তর :আর কে নারায়ণ

15 / 15

প্রশ্ন : গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?

উত্তর : 17

আরও কুইজ খেলুন