প্রশ্ন :নীচের কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম ?
উত্তর :CIA
প্রশ্ন :নিম্নোক্ত দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন
উত্তর :আলাউদ্দিন খিলজী
প্রশ্ন :সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল ?
উত্তর :পাঞ্জাব ও হরিয়ানায়
প্রশ্ন : এল নিনো হল এক প্রকার ____ ?
উত্তর :উষ্ণ সমুদ্র স্রোত
প্রশ্ন :নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি ?
উত্তর :কিউই পাখি
প্রশ্ন : হরপ্পা সভ্যতার শহর-রাখিগারি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :হরিয়ানা
প্রশ্ন : নিম্নের মধ্যে কোনটি খারিফ শস্যের উদাহরণ নয় ?
উত্তর :গম
প্রশ্ন :দশাবতারম ফিল্মে কোন অভিনেতা দশটি চরিত্রে অভিনয় করেছেন ?
উত্তর :কামাল হাসান
প্রশ্ন : ফোর্ট উইলিয়াম দুর্গ কে স্থাপন করেন ?
উত্তর :লর্ড ওয়েলেসলি
প্রশ্ন : জাফরনামা - কার রচনা ?
উত্তর :গুরু গোবিন্দ সিং
প্রশ্ন : মধ্যপ্রদেশে বক্সাইড নিষ্কাশিত হয় যা ব্যবহার করে উৎপন্ন হয়
উত্তর : অ্যালুমিনিয়াম
প্রশ্ন :স্বাধীনতার পরে প্রথম আধুনিক এক টাকার মুদ্রা চালু হয় কবে ?
উত্তর :জুলাই ১৯৬২
প্রশ্ন :ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়-
উত্তর :১৮৫৩ সালে
প্রশ্ন : 1 অশ্বক্ষমতা কত ওয়াটের সমান ?
উত্তর :746 ওয়াট
প্রশ্ন :কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ?
উত্তর :জওহরলাল নেহরু