1 / 15

প্রশ্ন : তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে কোন সালে ?

উত্তর :2014

2 / 15

প্রশ্ন : 2011 সালের সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ?

উত্তর :77.08%

3 / 15

প্রশ্ন :বাকিবল আসলে কি ?

উত্তর :ফুলারিন

4 / 15

প্রশ্ন :কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন ?

উত্তর :আকবর

5 / 15

প্রশ্ন : TISCO কত সালে প্রতিষ্ঠা হয় ?

উত্তর :1907

6 / 15

প্রশ্ন :নিম্নের কোনটি খারিফ শস্য এর উদাহরণ ?

উত্তর :উপরের সবগুলি

7 / 15

প্রশ্ন :নিম্নের কোন নদীটি ব্রহ্মপুত্রের উপনদী ?

উত্তর :উপরের সবগুলি

8 / 15

প্রশ্ন :ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় ছিলেন-

উত্তর :লর্ড ক্যানিং

9 / 15

প্রশ্ন : নিম্নের কোন ব্যক্তি দীন-ই-ইলাহির সদস্য ছিলেন না ?

উত্তর :বীরবল

10 / 15

প্রশ্ন :আকাশবাণীর নামকরণ কে করেন ?

উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর

11 / 15

প্রশ্ন : উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয় ?

উত্তর :কানপুর

12 / 15

প্রশ্ন :দক্ষিণ গোলার্ধে কোন তারিখে মহাবিষুব হয় ?

উত্তর :21 মার্চ

13 / 15

প্রশ্ন : যদি কোন বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তখন তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?

উত্তর : 4

14 / 15

প্রশ্ন :নিম্নের কোনটির অভাবে রক্তাল্পতা দেখা যায় ?

উত্তর :লৌহ

15 / 15

প্রশ্ন : মক্কার সঙ্গে সম্পর্কিত :

উত্তর : প্রফেট মহম্মদ

আরও কুইজ খেলুন