1 / 15

প্রশ্ন :এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন-

উত্তর :উইলিয়াম জোন্স

2 / 15

প্রশ্ন :ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে ?

উত্তর :গ্রেট ব্রিটেনের অনুকরণে

3 / 15

প্রশ্ন : রাজ্য সভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে ?

উত্তর :উপরাষ্ট্রপতি

4 / 15

প্রশ্ন :ভারতের কোথায় জাফরান চাষ হয় ?

উত্তর :জম্মু ও কাশ্মীর

5 / 15

প্রশ্ন : ফেলুদার প্রথম উপন্যাস নিম্নের কোনটি ?

উত্তর :বাদশাহী আংটি

6 / 15

প্রশ্ন :পাবলিক টয়লেটে মহিলাদের জন্য 'Period Room' এর ব্যবস্থা করছে কোন রাজ্য ?

উত্তর :মহারাষ্ট্র

7 / 15

প্রশ্ন :Wings of fire আত্মজীবনীটি হল-

উত্তর :এ পি জে আব্দুল কালাম

8 / 15

প্রশ্ন :তিতুমীরের আসল নাম হল-

উত্তর :মীর নিশার আলী

9 / 15

প্রশ্ন :বাংলার দুঃখ বলা হয় কোনটি কে ?

উত্তর :দামোদর

10 / 15

প্রশ্ন :কমলালেবুর শহর বলা হয়-

উত্তর :নাগপুরকে

11 / 15

প্রশ্ন :বাংলা গদ্যের জনক বলা হয়-

উত্তর :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

12 / 15

প্রশ্ন : ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

উত্তর :আয়ারল্যান্ড

13 / 15

প্রশ্ন :কোষ আবিষ্কার করেন-

উত্তর :রবার্ট হুক

14 / 15

প্রশ্ন :গোলাপি শহর বলা হয়-

উত্তর :জয়পুর

15 / 15

প্রশ্ন : কোন সুলতানি শাসকের রাজত্বকালে চেঙ্গিস খান সিন্ধু নদীর তীর পর্যন্ত আসেন ?

উত্তর :ইলতুতমিস

আরও কুইজ খেলুন