প্রশ্ন :ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন ?
উত্তর :দাদা সাহেব ফালকে
প্রশ্ন : স্বাভাবিক সিস্টোলিক রক্তচাপ হলো ?
উত্তর :120 মিমি পারদ চাপ
প্রশ্ন :নিম্নের কোন দেশের সংসদ কোর্টেস নামে পরিচিত ?
উত্তর :স্পেন
প্রশ্ন : কংগ্রেস শব্দ টি কোথা থেকে এসেছে ?
উত্তর :আমেরিকান সংসদ
প্রশ্ন :নিম্নের কোন প্রাণীর গমনাঙ্গ মাংসল পদ ?
উত্তর :শামুক
প্রশ্ন :ফুটবলের রাজা পেলে যে দেশের নাগরিক তা হল-
উত্তর :ব্রাজিল
প্রশ্ন :কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত ?
উত্তর :জাবতি
প্রশ্ন :পুনাচুক্তি সংঘটিত হয়-
উত্তর :১৯৩২ সালে
প্রশ্ন : কোন বছরে ভারতে উদারীকরণ নীতি গৃহীত হয়?
উত্তর : 1990
প্রশ্ন :আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন-
উত্তর :জর্জ ওয়াশিংটন
প্রশ্ন : সিটা নিম্নলিখিত কোন প্রাণীটির গমন অঙ্গ?
উত্তর : কেঁচো
প্রশ্ন :কারাগারের দিনলিপি বইটি কার লেখা ?
উত্তর :জয়প্রকাশ নারায়ণ
প্রশ্ন :ফ্লেমকোষ নিম্নের কোনটির রেচনাঙ্গ ?
উত্তর :চ্যাপ্টাকৃমি
প্রশ্ন : মহালানবিশ পদ্ধতিতে জোর দেওয়া হয় -
উত্তর : ভারী শিল্প
প্রশ্ন :অশোক যুদ্ধ নীতির পরিবর্তে শান্তি নীতি গ্রহণ করেন-
উত্তর :কলিঙ্গ যুদ্ধের পর