প্রশ্ন :কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?
উত্তর :স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন : 1947 - এর আগে পঞ্চায়েত ছিল -
উত্তর : গুজরাট
প্রশ্ন :পদাথের চতুর্থ অবস্থা কে কি বলা হয় ?
উত্তর :প্লাজমা
প্রশ্ন : কোন জেলায় শিবরাত্রির সময় জলপেশ মেলা পালিত হয় ?
উত্তর :জলপাইগুড়ি
প্রশ্ন :মরুঅঞ্চলে উদ্ভদের বলা হয়-
উত্তর :জেরোফাইট
প্রশ্ন :অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত ? ?
উত্তর :ব্রাহ্মী খরোষ্ঠী
প্রশ্ন :রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্তকণিকার নাম কি ?
উত্তর :লিম্ফোসাইট
প্রশ্ন : চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্মে দীক্ষা গ্রহণ করেন?
উত্তর : জৈন ধর্ম
প্রশ্ন : ঐতিহাসিক ক্রান্তি ময়দান কোথায় অবস্থিত ?
উত্তর :মুম্বাই
প্রশ্ন :বৃহৎ সংহিতা গ্ৰন্থটি রচনা করেছেন-
উত্তর :বরাহমিহির
প্রশ্ন :কোন দিনটি বিশ্ব পোলিও দিবস পালিত হয় ?
উত্তর :২৪শে অক্টোবর
প্রশ্ন :ফতেপুর সিক্রীতে ইবাদতখানা-র নির্মাতা ছিলেন
উত্তর :আকবর
প্রশ্ন : ভারতীয় টাকা কোন অ্যাকাউন্টে পূর্ণ রূপান্তরযোগ্য?
উত্তর : কারেন্ট অ্যাকাউন্ট
প্রশ্ন :বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর :যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
প্রশ্ন : ভারতীয় প্রস্তাবনাকে Key to the Constitution কে বলেছেন ?
উত্তর :Earnest Barker