প্রশ্ন :অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন-
উত্তর :ভারতচন্দ্র রায়গুনাকর
প্রশ্ন :প্রথম যাত্রীবাহী মহাকাশ যান কোনটি ?
উত্তর :ভস্তক - 1
প্রশ্ন :সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম ?
উত্তর :মহাশ্বেতা দেবী
প্রশ্ন :ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল-
উত্তর :গোয়া
প্রশ্ন : Broken Wings - বইটি কার লেখা ?
উত্তর :সরোজিনী নাইডু
প্রশ্ন : 1980 থেকে কোন শিল্পটির বৃদ্ধি খুব ভালো?
উত্তর : উভয়ই
প্রশ্ন : চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন?
উত্তর : মেগাস্থিনিস
প্রশ্ন :গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রটি সৃষ্টি কে করেছিলেন ?
উত্তর :শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন : শেষ জনগণনা হয় -
উত্তর : 2011 সালে
প্রশ্ন :গীতগোবিন্দ গ্ৰন্থটি রচনা করেছেন-
উত্তর :জয়দেব
প্রশ্ন :নিম্নের কে আধুনিক পর্যায় সারনীর কথা বলেছিলেন ?
উত্তর :মোজলে
প্রশ্ন :মরিশাসের জাতীয় পাখি কি ?
উত্তর :ডোডো
প্রশ্ন : নিম্নের কোনটি সুলতানি আমলের ভূমি সংক্রান্ত কর ?
উত্তর :খরাজ
প্রশ্ন :বায়োগ্যাসের মূল উপাদান কি ?
উত্তর :মিথেন
প্রশ্ন :ব্রিটিশ নির্দেশক পিটার ব্রুক কোন ভারতীয় মহাকাব্যকে চলচ্চিত্রে রূপ দান করেছেন ?
উত্তর :মহাভারত