প্রশ্ন :নিম্নের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত ঘটে ?
উত্তর :মৌসিনরাম
প্রশ্ন : লুসাই উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
উত্তর :ত্রিপুরা
প্রশ্ন :শ্রী চৈতন্য দেব প্রবর্তিত ধর্মের নাম হল-
উত্তর :বৈষ্ণব
প্রশ্ন : কৃষিঋণ সরবরাহকারী প্রধান ব্যাংক হল -
উত্তর : নাবার্ড
প্রশ্ন :পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :হিমাচল প্রদেশ
প্রশ্ন :পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কোরভাট কোন দেশে অবস্থিত ?
উত্তর :কম্বোডিয়া
প্রশ্ন :ভাকরা-নাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর :শতুদ্র
প্রশ্ন : অমিলটি খুঁজে বার করো ?
উত্তর : কেঁচো
প্রশ্ন : কোন শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ?
উত্তর :কুমারগুপ্ত
প্রশ্ন :খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল ?
উত্তর :পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
প্রশ্ন :কোন গ্রহের অপর নাম লুসিফার ?
উত্তর :শুক্র
প্রশ্ন :নিম্নলিখিত কে দীন-ই-ইলাহী র সদস্য হন ?
উত্তর :রাজা বীরবল
প্রশ্ন : রনোথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :রাজস্থান
প্রশ্ন : মহিনীঅট্টম নৃত্য কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য ?
উত্তর :কেরালা
প্রশ্ন : মরুভুমিতে মরীচিকা সৃষ্টি হয় কি কারণে ?
উত্তর :আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন