প্রশ্ন : বৌদ্ধ ধর্ম প্রচারে কোন ভাষার ব্যবহার করা হতো ?
উত্তর :পালি
প্রশ্ন :Khelo India Winter Games এর দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে কোথায় ?
উত্তর :গুলমার্গ
প্রশ্ন : লাচেন - কোন নদীর উপনদী/শাখানদী ?
উত্তর :তিস্তা
প্রশ্ন : ভারতে প্রথম কার্পাস বয়ন শিল্প কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :1818
প্রশ্ন :দ্বৈতশাসন তুলে দেন ?
উত্তর :ওয়ারেন হেস্টিংস
প্রশ্ন : পার্নিসিয়াস রক্তাল্পতা কোন ভিটামিনের অভাবে দেখা যায় ?
উত্তর :ভিটামিন - B12
প্রশ্ন : The Little Book of Encouragement - বইটি কার লেখা ?
উত্তর :দালাই লামা
প্রশ্ন : সাইফন নিম্নের কোনটির গমনাঙ্গ ?
উত্তর :অক্টোপাস
প্রশ্ন : ভারতে সুনামি কত সালে সংঘটিত হয় ?
উত্তর :2004
প্রশ্ন :ভারতের গ্লাসগো কাকে বলা হয় ?
উত্তর :হাওড়া
প্রশ্ন : নিম্নের মধ্যে কোনটি রবি শস্যের উদাহরণ নয় ?
উত্তর :ধান
প্রশ্ন :কোন মৌর্য সম্রাট “অমিত্রাঘাত” উপাধি গ্রহণ করেছিলেন ?
উত্তর :বিন্দুসার
প্রশ্ন : পাবলিক সার্ভিস কমিশনের এর মোট সদস্য সংখ্যা কত ?
উত্তর :7
প্রশ্ন : Doctor`s Day - পালন করা হয় :
উত্তর : 1 জুলাই
প্রশ্ন :ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক ছিল ?
উত্তর :অযোধ্যা ব্যাঙ্ক