প্রশ্ন :নিম্নের কোন রাজ্যে কফি বৃষ্টিপাত হয় ?
উত্তর :কর্ণাটক
প্রশ্ন : ভারতের কোন রাজ্যে কালবৈশাখী বরদৈছিলা নামে পরিচিত ?
উত্তর :আসাম
প্রশ্ন : ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্য কোনটি ?
উত্তর :কর্ণাটক
প্রশ্ন :দ্রণাচার্য পুরষ্কার দেওয়া হয়-
উত্তর :কোচদের
প্রশ্ন :মাস্টার দা নামে পরিচিত হল-
উত্তর :সূর্য সেন
প্রশ্ন :ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তর :তামিলনাড়ুর এর্নাকুলামে
প্রশ্ন :সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হল ?
উত্তর :খননকার্য প্রত্নবস্তু
প্রশ্ন :ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ?
উত্তর :ইন্দিরা পয়েন্ট
প্রশ্ন : ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর :মুম্বাই
প্রশ্ন :“একাওরের ডায়েরি” – বইটি কে লিখেছেন ?
উত্তর :সুফিয়া কামাল
প্রশ্ন : মোপলা বিদ্রোহ কত সালে সংঘটিত হয় ?
উত্তর :1921
প্রশ্ন : সংবিধান সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন?
উত্তর : সচ্চিদানন্দ সিংহ
প্রশ্ন :ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হল-
উত্তর :ডা.জাকির হোসেন
প্রশ্ন :নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন ?
উত্তর :বীরবল
প্রশ্ন :কোন বিখ্যাত হকি খেলোয়াড় এর জন্মদিনে ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় ?
উত্তর :ধ্যানচাঁদ