1 / 12

প্রশ্ন : ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন ?

উত্তর : আকবর

2 / 12

প্রশ্ন : সব পতনশীল বস্তুর ত্বরণই সমান—এটি কে আবিষ্কার করেন ?

উত্তর : গ্যালিলিও

3 / 12

প্রশ্ন :কোন নদীর ওপর আলমতি বাঁধ অবস্থিত ?

উত্তর :কৃষ্ণানদী

4 / 12

প্রশ্ন :ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন?

উত্তর :পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যুদস্ত হল

5 / 12

প্রশ্ন :ক্লোরোফিলের গঠনে প্রয়োজনীয় মৌলটি হল-

উত্তর :ম্যাগনেশিয়াম

6 / 12

প্রশ্ন : নিচের কোনটি দুটি তড়িদাধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত ?

উত্তর : কুলম্বের সূত্র

7 / 12

প্রশ্ন : সাইকেলের পাদানি কোন শ্রেণীর লিভার ?

উত্তর :তৃতীয় শ্রেণী

8 / 12

প্রশ্ন :সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

উত্তর :গৌতমীপুত্র সাতকর্ণী

9 / 12

প্রশ্ন :নিম্নলিখিত কোন শাখার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না ?

উত্তর :গণিত

10 / 12

প্রশ্ন :মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন —

উত্তর :তেগ বাহাদুর

11 / 12

প্রশ্ন : পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :মান্ডভি

12 / 12

প্রশ্ন : 'সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট' কোথায় অবস্থিত ?

উত্তর : ধানবাদ

আরও কুইজ খেলুন