প্রশ্ন :সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি ?
উত্তর :ধুপগর
প্রশ্ন :International Dance Day কবে পালিত হয় ?
উত্তর :২৯শে এপ্রিল
প্রশ্ন : ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস - এর সদর দপ্তর কোথায় আছে ?
উত্তর : নিউ দিল্লি
প্রশ্ন : অখিল ভারতীয় কিষান সভা কোন সালে গঠিত হয় ?
উত্তর :1936
প্রশ্ন : পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর :মান্ডভি
প্রশ্ন :নিম্নের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত ঘটে ?
উত্তর :মৌসিনরাম
প্রশ্ন : নিচের কোনটিতে ক্যালসিয়াম সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
উত্তর : ভুট্টা
প্রশ্ন :প্রতিটি ক্রোমোজোমে ক্রোমটিডের সংখ্যা কত ?
উত্তর :দুটি
প্রশ্ন :বাদশাহী আংটি এর লেখক কে ?
উত্তর :সত্যজিৎ রায়
প্রশ্ন : বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় ?
উত্তর :4 ঠা ফেব্রুয়ারি
প্রশ্ন :গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো-
উত্তর :ভলভক্স
প্রশ্ন : একটি সার্বজনীন সম্পদের উদাহরণ কী?
উত্তর : বায়ুপ্রবাহ
প্রশ্ন : 'ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে' কবে পালিত হয় ?
উত্তর : 15 মার্চ
প্রশ্ন :থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে?
উত্তর :৮ই মে
প্রশ্ন : বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় অবস্থিত ?
উত্তর :আলিপুরদুয়ার