প্রশ্ন : হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তর : সিন্ধু
প্রশ্ন : নিম্নের কে সর্বপ্রথম পিস্তল বা রিভলভার আবিষ্কার করেন ?
উত্তর :স্যামুয়েল কোল্ট
প্রশ্ন :নিম্নের কে প্রথম রবীন্দ্র পুরস্কার পান ?
উত্তর :আশাপূর্ণা দেবী
প্রশ্ন :ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি-
উত্তর :ঋগবেদ
প্রশ্ন : নিচের কোনটি ওজোন স্তরের ক্ষয় ক্ষতির জন্য দায়ী ?
উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন
প্রশ্ন : নিচের কোন জোরটি সঠিক নয় ?
উত্তর : উত্তরপ্রদেশ - রয়বেরিলী
প্রশ্ন :1905 সালের কংগ্রেস অধিবেশনে সভাপতি কে ছিলেন ?
উত্তর :গোপাল কৃষ্ণ গোখলে
প্রশ্ন :গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ-
উত্তর :চোখ
প্রশ্ন :সড়ক ই আজম তৈরী করেন কোন সম্রাট-
উত্তর :শেরশাহ
প্রশ্ন :কোন শহরকে সবুজ নগর বলা হয় ?
উত্তর :চেন্নাই
প্রশ্ন :কর্মক্ষেত্রে নতুন পিতামাতাদের সাপোর্ট দিতে Wheels of Love লঞ্চ করলো কোন কোম্পানি ?
উত্তর :Tata Motors
প্রশ্ন : প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠিত করেন?
উত্তর : আত্মারাম পান্ডুরঙ্গ
প্রশ্ন : বাবর কী উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তর : বাদশাহ
প্রশ্ন :গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তর :মধ্য প্রদেশ
প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি কোন দেশের সংবিধান অনুসরণে গৃহীত ?
উত্তর : আয়ারল্যান্ড